রাজ্যের ৩৪ হাজার মন্দিরে নন্দিনী ঘি ব্যবহার করুন, তিরুপতি লাড্ডু বিতর্কের মধ্যে নির্দেশ কর্ণাটক সরকারের

বেঙ্গালুরু: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ঘিতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্ণাটক সরকার শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে রাজ্যের অধীনস্থ সব মন্দিরে শুধুমাত্র নন্দিনী ব্র্যান্ডের ঘি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্ণাটক সরকারের নতুন এই নির্দেশ অনুসারে, রাজ্যের মন্দির ব্যবস্থাপনা সংস্থার অধীনে থাকা ৩৪,০০০ মন্দিরে পূজা, প্রদীপ প্রজ্জ্বলন, প্রসাদ প্রস্তুত এবং দাসোহ ভবনে শুধুমাত্র কর্ণাটক মিল্ক ফেডারেশনের (KMF) উৎপাদিত নন্দিনী ঘি ব্যবহার করা হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মন্দিরের কর্মচারীরা অবশ্যই নিশ্চিত করবেন যে, প্রসাদের মান কখনও খারাপ না হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কর্ণাটক রাজ্যের ধর্মীয় দফতরের আওতায় থাকা সব মন্দিরে সেবার জন্য, প্রদীপ প্রজ্জ্বলন ও সব ধরনের প্রসাদ প্রস্তুত এবং দাসোহ ভবনে নন্দিনী ঘি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মন্দিরে প্রসাদ তৈরির ক্ষেত্রে গুণমান বজায় রাখার সুপারিশ করা হয়েছে।”

এই নির্দেশিকা এমন সময়ে এসেছে যখন তিরুপতির বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে লাড্ডু প্রসাদ তৈরিতে ঘিতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগ উঠেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই সপ্তাহের শুরুর দিকে প্রথম এই বিতর্কটি উত্থাপন করেন, যখন তিনি মন্দিরে ব্যবহৃত ঘির গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন যে, নমুনাগুলি পরীক্ষায় পশুর চর্বি পাওয়া গেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক