উত্তরপ্রদেশ নির্বাচন: কংগ্রেসের ১ম প্রার্থী তালিকায় উন্নাওয়ের নির্যাতিতার মা

রাজনৈতিক বিচারে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে ১ম দফার জন্য ১২৫ জনের প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। আর এই প্রথম তালিকাতেই মাস্টার স্ট্রোক দিয়েছেন এই মুহূর্তে ইউপি কংগ্রেস এর দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধি।

কারণ দেখা যাচ্ছে কংগ্রেসের প্রকাশিত এই তালিকায় রয়েছেন ২০১৭ সালের উন্নাও গণধর্ষণ-কাণ্ডের নির্যাতিত কিশোরীর মা। ওই ঘটনার মূল অপরাধী তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের যাবজ্জীবন জেলের সাজা হয়েছে।

সাজা ঘোষণার পরেই কুলদীপকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তাঁর স্ত্রী সঙ্গীতা এখনও কানপুর লাগোয়া উন্নাও জেলার প্রভাবশালী বিজেপি নেত্রী।

এই প্রেক্ষিতে কংগ্রেসের পদক্ষেপ রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রথম প্রার্থীতালিকায় ৫০ জন মহিলা এবং ৪০ জন যুব সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক