উত্তরপ্রদেশ নির্বাচন : বিজেপি বিরোধী জাতীয় মুখ মমতা যাচ্ছেন অখিলেশের প্রচারপর্বে

সামনেই উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে এবার মূল প্রতিপক্ষ বিজেপি, এসপি, বিএসপি ও কংগ্রেস। তৃণমূল কংগ্রেস রাজ্য়ের বাইরে ধিরে ধিরে জমি তৈরি করবার চেষ্টা করছে ঠিকই, তবে এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে অন্তত সরাসরি অংশ গ্রহণ করছে না তৃণমূল কংগ্রেস। তবে সরাসরি টিএমসি অংশ না নিলেও এবারের ইউপি নির্বাচনে কিন্তু তৃণমূলের অংশগ্রহণ থেকেই যাচ্ছে। কারণ এবার তৃণমূল কংগ্রেস নিজেরা ইউপি নির্বাচনে প্রতিযোগীতা না করলেও, সরাসরি সমর্থন করছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে।

মঙ্গলবার সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদবের দূত হিসেবে কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য় ছুটে আসেন কিরণময় নন্দ। আর এই বৈঠকেই ঠিক হয় অখিলেশের হয়ে উত্তরপ্রদেশের ভোটে প্রচার করতে যাবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অন্তত বৈঠক শেষে নেত্রীর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্য়মকে এমনটাই জানান কিরণময় নন্দ।

এদিন সংবাদন মাধ্য়মের সংঙ্গে কথা প্রসঙ্গে কিরণময় নন্দ আরও বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এখন আর শুধুই বাংলার মুখ্য়মন্ত্রী নন কিংবা শুধুই তৃণমূলের নেত্রী নন। তিনি এখন সারা দেশে বিজেপি বিরোধী জাতীয় মুখ।

জানা গিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় উত্তরপ্রদেশে যাচ্ছেন বিধানসভার এই নির্বাচনে প্রচার করার জন্য়। এসপি নেতা কিরণময় নন্দ বলেন, অখিলেশ যাদব বিজেপিকে হারানোর জন্য় তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সাহায্য় চেয়ে পাঠিয়েছেন। আর এই ব্য়াপারে তৃণমূল নেত্রীর সঙ্গে সবিস্তার আলাপ আলোচনার পরই তৃণমূল নেত্রী স্বয়ং তাঁকে জানিয়েছেন যে, আগামী ৮ ফেব্রুয়ারি ভার্চুয়াল সভায় তিনি অখিলেশের হয়ে প্রচারে অংশ গ্রহণ করবেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক