উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! খাদে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণ হারালেন অন্তত ৩৬ জন

উত্তরাখণ্ডের আলমোড়া-সল্ট অঞ্চলের মার্চুলা এলাকায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৩৬ জন। সোমবার সকালে কুপির কাছে এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যায়।

প্রায় ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি রামনগরের পাশ দিয়ে যাওয়ার সময় পাহাড়ি রাস্তার বাঁকে ভারসাম্য হারিয়ে খাদে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিক ভাবে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৬ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহত যাত্রীদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সাহায্য করছেন।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে