উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ পর্যটক। বৃহস্পতিবার সকালে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ৬ জন যাত্রী এবং এক জন পাইলট ছিলেন। দেরাদুন থেকে হর্সিল হেলিপ্যাডের উদ্দেশ্যে উড়েছিল সেটি। সেখান থেকে গঙ্গনানি যাওয়ার কথা ছিল পর্যটকদের। কিন্তু মাঝপথেই জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় SDRF এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল। দুর্গম এলাকায় হওয়ায় পৌঁছতে সময় লাগে, তবে তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনায় আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারটির দুমড়ে মুচড়ে যাওয়া ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “আধিকারিকদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছি। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাশাপাশি, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।