উত্তরাখণ্ডে কেদারনাথগামী রাস্তায় নেমে পড়ল হেলিকপ্টার, গাড়ির উপর ভাঙল লেজ

শনিবার ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা। কেদারনাথ ধামের পথে এক ব্যক্তিগত হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। অবতরণের সময় হেলিকপ্টারটির লেজ একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে পড়ে।

ঘটনাটি ঘটে গুপ্তকাশী এলাকায়। উত্তরাখণ্ডের আইনশৃঙ্খলার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ভি মুরুগেশন সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, পাইলট যান্ত্রিক সমস্যা বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে রাস্তায় জরুরি অবতরণ করেন। হেলিকপ্টারে থাকা সকল যাত্রী ও পাইলট নিরাপদ রয়েছেন, কেউ আহত হননি।

যে গাড়িটির উপর হেলিকপ্টারের লেজ ভেঙে পড়ে, সেটি তখন ফাঁকা ছিল। ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, চিকিৎসক ও জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ছুটে আসেন এবং যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনেন।

এডিজি মুরুগেশন আরও জানান, হেলিকপ্টারটি ক্রেস্টেল এভিয়েশন প্রাইভেট লিমিটেড-এর ছিল এবং এটি সিরসি থেকে কেদারনাথগামী তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিপ্যাডের পরিবর্তে রাস্তায় অবতরণ করা হয়।

তিনি আরও বলেন, “ডিজিসিএ-কে ঘটনাটি জানানো হয়েছে। অন্যান্য শাটল পরিষেবা নির্ধারিত সময়ানুযায়ী স্বাভাবিকভাবেই চালু রয়েছে।”

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে