প্রথম পাতা খবর উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান, ভেসে গেল আস্ত গ্রাম, মৃত একাধিক

উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান, ভেসে গেল আস্ত গ্রাম, মৃত একাধিক

278 views
A+A-
Reset

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান। ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় মেঘভাঙা বৃষ্টির পর হঠাৎই নদী দু’কূল ছাপিয়ে গ্রামে ঢুকে পড়ে। প্রবল জলস্রোতে ভেসে গিয়েছে বহু বাড়ি, অন্তত ২০-২৫টি হোটেল ও হোমস্টে। গ্রামবাসীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অন্তত ১০-১২ জন। ইতিমধ্যেই চার জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫০ জন নিখোঁজ বলে খবর।

জেলা প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আইটিবিপি-র সদস্যরা। তবে লাগাতার বৃষ্টির কারণে অভিযান ব্যাহত হচ্ছে। বহু রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। গঙ্গোত্রী ধামের সঙ্গে সড়কপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাহাড়ি নদী ঝাঁপিয়ে পড়ছে গ্রামের উপরে এবং সবকিছু ভাসিয়ে নিচে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের বহু এলাকায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। হরিদ্বারে গঙ্গা ও কালী নদী বইছে বিপদসীমার উপরে।

হিমালয়ের কোলে অবস্থিত উত্তর ভারতের রাজ্যগুলিতে বর্ষা চলাকালীন এমন দুর্যোগের সম্ভাবনা আগেই ছিল, তবে অল্প সময়ের অতিবর্ষণ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.