উত্তরকাশী: অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘায়িত। তবে, সবকিছু ঠিকঠাক থাকলে আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে আশ্বাস দিলেন এনডিআরএফ-এর ডিজি।
উত্তরকাশী টানেল দুর্ঘটনায় আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারে চলমান অভিযান এখন প্রায় শেষপ্রান্তে। বৃহস্পতিবার সব শ্রমিক নিরাপদে বেরিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্ধার অভিযানের ওপর নজর রাখছেন।
গত ১২ দিন ধরে নির্মীয়মান ওই সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টায় বার বার বাধা পাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকারী দলের সদস্যরা প্রায় পৌঁছে গিয়েছেন শ্রমিকদের কাছে। এনডিআরএফ-এর ডিজি অতুল কুমার লাল জানান, সামনের দিক থেকে সঙ্কুচিত পাইপ কাটার প্রয়োজন হলে তা কাটা হবে। রাতের মধ্যে এই উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ডিজি বলেন, শ্রমিকদের মনোবল অটুট এবং তারা কঠিন পরিস্থিতিতে কাজ করা মানুষ। কিন্তু সময় যত বাড়তে থাকে, উৎকণ্ঠাও ততই বৃদ্ধি পাচ্ছে উত্তরকাশীতে। আটকে পড়া শ্রমিকদের নিয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিজনদের। কবে তাঁদের বার করা হবে, আবার নতুন করে কোনও বিপদ হবে কি না, সেই চিন্তায় ডুবে আছেন সকলে।