আবারও থমকে গেল উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারকাজ

উত্তরকাশী: আবারও একবার থমকে গেল উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনার কাজ। শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে শ্রমিকদের টানেল থেকে বের করে আনার ডেডলাইন ধার্য হয়েছিল। কিন্তু, তার আগে ফের একবার দেখা গেল সমস্যা।

শুক্রবার সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পিএস ধামীই ইঙ্গিত দিয়েছিলেন, রাতের মধ্যে সুড়ঙ্গের ধসের বাধা পেরিয়ে বার করে আনা যাবে আটকে থাকা শ্রমিকদের। সেই মতো উদ্ধার প্রক্রিয়া চলছিল। ৫৭ মিটার ধসের বাধা সরাতে সরাতে ৪৬.৮ মিটার পর্যন্ত পথ অতিক্রম করেছিল খননের যন্ত্র অগার মেশিন। কিন্তু শেষ পর্যায়ে হঠাৎই যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ করতে হয় কাজ।

সূত্রের খবর, যন্ত্রটি যে উঁচু জায়গার উপর রেখে খননের কাজ চালানো হচ্ছিল, সেই জায়গাটিতে ফাটল দেখা দিয়েছে। তার জন্যই থমকে গিয়েছে উদ্ধার কাজ।

আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশারদ আর্নল্ড ডিক্স জানান, খুব শীঘ্রই আবার উদ্ধারকাজ শুরু করা যাবে। তাড়াহুড়ো করলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক