ভারতীয় ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক ঘটাল বিহারের বৈভব সূর্যবংশী। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামল এই বিস্ময় কিশোর।
বিহারের তাজপুর গ্রামের ছেলে বৈভব ক্রিকেটের হাতেখড়ি বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছে, মাত্র চার বছর বয়সে। সঞ্জীব নিজে কৃষক হলেও ক্রিকেটের প্রতি টান থেকেই ছেলেকে তৈরি করতে শুরু করেন। পরে সমস্তিপুর ক্রিকেট অ্যাকাডেমি ও প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মণীশ ওঝার তত্ত্বাবধানে গড়ে ওঠে এই প্রতিভা।
আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ১.১০ কোটি টাকায় তাকে দলে নেয় রাজস্থান, যেখানে সরাসরি নেতৃত্ব দেন রাহুল দ্রাবিড়।
১২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে নাম লেখায় বৈভব। বিনু মাঁকড় ট্রফিতে ৫ ম্যাচে ৪০০-র বেশি রান ও অনূর্ধ্ব-১৯ স্তরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে নজর কাড়ে জাতীয় স্তরে।
শনিবারের ম্যাচে ২০ বলে ৩৪ রান করে আইপিএল অভিষেকেও চমক দেখাল বৈভব। যদিও রাজস্থান শেষপর্যন্ত ম্যাচ জিততে পারেনি। তবে নতুন ‘চাইল্ড প্রডিজি’র আগমনে উচ্ছ্বসিত ক্রিকেট দুনিয়া।