কলকাতা: হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চালু হয়েছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। কয়েক মাসের মধ্যে হাওড়া-বারাণসী রুটে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে চলেছে বলে জোর জল্পনা।
হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির যাত্রা ২০২২-এর ৩০ ডিসেম্বর সূচনা হয়। নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেসের হল্ট রয়েছে বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন ও বারসোই জং স্টেশনে। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ির মধ্যে ভ্রমণের সময় অনেকটাই কমিয়েছে।
এ বার শোনা যাচ্ছে, কয়েক মাসের মধ্যে হাওড়া-বারাণসী রুটে ছুটতে পারে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস। পর্যটন ছাড়াও বাণিজ্যিক চাহিদা পূরণে ওই ট্রেন চালু হতে পারে বলে রেল মন্ত্রক সূত্রের খবর। রেলের দাবি, ওই ট্রেন চালু হয়ে গেলে হাওড়া ও বারাণসীর মধ্যে প্রায় ৭৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে লাগবে মাত্র ছ’ঘণ্টা।
রেল সূত্রে খবর, বারাণসী ও হাওড়ার মধ্যে ঘণ্টায় সর্বাধিক ১৫০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে বন্দে ভারত এক্সপ্রেস ছুট বলে আশা করা হচ্ছে।