বন্দে ভারতে পাথার ছোড়া হয়েছিল বিহার থেকে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে জানাল রেল

বিহার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে ইট ছোড়া হয়েছে। বৃহস্পতিবার এক সিসিটিভ ফুটেজ প্রকাশ করে মনটাই জানাল রেল। রেলের দাবি, হাওড়া-নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতে রেকে লাগানো সিসি ক্যামেরায় ওঠা ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে রেল। সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে শিশু-সহ সাতজন পাথর ছুড়ছে এক্সপ্রে ট্রেনকে লক্ষ্য করে।

বন্দে ভারতে পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি । কিন্তু রেলের দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গ নয় বিহার থেকে পাথর ছোড়া হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে রেল এক বিজ্ঞপ্তি জারি।
রাজ্য বিজেপির বারবার দাবি করে আসছিল, রাজ্য থেকেই শাসকদলে কর্মীরা উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে বন্দে ভারতে পাথর ছুড়ছে। কোনও তদন্ত অনুসন্ধানের আগে বিজেপির রাজ্য সভাপতিও ধরে নেন বাংলা থেকে পাথর ছোড়া হয়েছে। তিনি আবার নিদান দেন, রেলে ঢিল না মেরে বিডিও অফিসে ঢিল মারুন।

রেল এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন,’মিথ্যা আপবাদ দিয়ে বাংলাকে কলুষিত করার জন্য বিজেপির উচিত নিঃশর্ত ক্ষমা চাওয়া।’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন