বেঙ্গালুরু: বন্দে ভারত চেয়ার কারের পরে, চলে এল বন্দে ভারত স্লিপার কোচ। উৎপাদন শেষে আত্মপ্রকাশ করল রবিবার। এদিন বিইএমএল ফেসিলিটি থেকে বেরিয়ে এটির ট্রায়াল রান চলছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার বেঙ্গালুরুতে বলেন, “বন্দে ভারত চেয়ার কারের পরে, আমরা বন্দে ভারত স্লিপার কোচ নিয়ে কাজ করছিলাম। এর উৎপাদন এখন শেষ হয়েছে। এই ট্রেনটি আজ বিইএমএল ফেসিলিটি থেকে ট্রায়াল রানের জন্য বেরল।”
নতুন স্লিপার কোচ পরিদর্শন করার পর রেলওয়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। যারা বন্দে ভারত স্লিপার কোচের ডিজাইন ও উৎপাদনে যুক্ত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। নতুন স্লিপার কোচ এবং আগের কোচগুলির মধ্যে বিশেষত গতি, নিরাপত্তা এবং যাত্রী সুবিধার ক্ষেত্রে মূল পার্থক্যগুলি তুলে ধরা হয়।
বৈষ্ণব ঘোষণা করেছেন যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি আগামী তিন মাসের মধ্যে যাত্রীদের জন্য চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রোটোটাইপটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হলে, উৎপাদন শুরু হবে, উৎপাদনের প্রাথমিক দেড় বছরের পর প্রতি মাসে দুই থেকে তিনটি ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।