Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মোদীর বিরুদ্ধে প্রার্থী হোন প্রিয়ঙ্কা, পরামর্শ মমতার - NewsOnly24

মোদীর বিরুদ্ধে প্রার্থী হোন প্রিয়ঙ্কা, পরামর্শ মমতার

নয়াদিল্লি: ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বারাণসী থেকে সাংসদ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বারও লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকেই প্রার্থী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়েই জল্পনা চলছে বিরোধী জোট ইন্ডিয়া-য়।

এর আগের বার, ২০১৯ সালে জল্পনা শোনা গিয়েছিল, বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হবেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। কিন্তু শেষে কংগ্রেস প্রার্থী করে অজয় রাই-কে, যিনি ৫ লক্ষের বেশি ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হেরে যান। তার আগের বার, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তবে দুই লক্ষ ভোটে হেরে গিয়েছিলেন তিনি।

এবারে ইন্ডিয়া জোট বারাণসী কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রাখা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রিয়ঙ্কার নাম। প্রিয়ঙ্কার নাম সুপারিশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই।

 আগামী লোকসভা নির্বাচনে প্রিয়ঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন মমতা। জোটের বৈঠকে মোদীর বিরুদ্ধে জোরদার প্রার্থী দেওয়ার প্রস্তাব দেন মমতা। তখনই মোদীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে উঠে আসে প্রিয়ঙ্কার নাম। উল্লেখযোগ্য ভাবে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এ ব্যাপারে প্রিয়ঙ্কাকে যখন প্রশ্ন করা হয়, তিনি বারাণসী থেকে প্রার্থী হতে চাইবেন কি না, তখন তিনি বলেন, কেন নয়! স্বাভাবিক ভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এ বারের নির্বাচনে তিনি লড়বেন বলেই ধারণা অনেকের।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন