বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বন্ধ অন্ডাল বিমানবন্দর

কলকাতা: বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। তার জেরে জল জমেছে বেশ কিছু জেলার বহু অংশে। কোথাও কোথাও ব্যাহত স্বাভাবিক জনজীবন।

কোথাও ভেঙে পড়েছে সেতু। কোথাও আবার সেতুর উপর দিয়েই বইছে জল, সেতু না কি নদী, বোঝার উপায় নেই। রাস্তাতেও অথৈ জল। তার জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জলমগ্ন হয়ে বন্ধ অন্ডাল বিমানবন্দর। বাতিল হয়েছে বিমান পরিষেবাও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির তিনটি বিমান চলাচল বাতিল রয়েছে বলেও জানান বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল।

১৯ নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তা জলের তলায়। আসানসোলের জামুড়িয়া, রানিগঞ্জের বিভিন্ন এলাকা, কুলটির নিয়ামতপুরের বিভিন্ন এলাকা, দুর্গাপুরে বিভিন্ন এলাকা জলমগ্ন।বহু বাড়িতে জল ঢুকে গেছে, বহু গাছ পরে গেছে, পুকুরের খাল বিলের জল আর রাস্তার জল একাকার হয়ে গেছে । বাঁকুড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?