প্রথম পাতা খবর অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

294 views
A+A-
Reset

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা ইডি।

শুক্রবার রায় ঘোষণার সময় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরও কোনো নতুন তথ্য জোগাড় করতে পারেনি ইডি। তাই কোনো পদক্ষেপ করা যাবে না অভিষেকের বিরুদ্ধে। তবে তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না আদালত।

অন্য দিকে, ইডির ইসিআইআর বা এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট (ইডির করা এফআইআর) খারিজ করল না আদালত। এ ব্যাপারে হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘‘তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে আদালত এখনই কোনো নির্দেশ দেবে না।’’

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাওয়ার পরই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে যায় তৃণমূল সাংসদের নাম। শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও রক্ষাকবচ দেওয়া হয়নি তাঁকে। তবে নির্দেশ দেওয়া হয়েছিল, প্রয়োজনে মামলা করেত পারেন তিনি। এছাড়া কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে পারে ইডি। সেই নির্দেশ খারিজ করার জন্যই বিচারপতি ঘোষের বেঞ্চে আবেদন জানানো হয়েছিল। আজ সেই আবেদন খারিজ হয়ে গেলেও আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় সংস্থা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.