কলকাতা: সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজে হানা হ্যাকারদের। আচমকাই রবিবার রাতে বিষয়টি নজরে আসতে উদ্যোগ নিতে শুরু করে সিপিএমের ডিজিটাল টিম। কে বা কারা পেজটি হ্যাক করেছে তা জানার চেষ্টা শুরু হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ফেসবুক পেজের ইউআরএল বদলে দিয়েছেন হ্যাকাররা। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সিপিএমের তরফে জানানো হয়েছে, সূর্যকান্তের ‘ভেরিফায়েড ফেসবুক পেজ’-এর ইউআরএল ছিল https://www.facebook.com/surjyakmishra। পেজটি হ্যাক হওয়ার পর এই ইউআরএল বদলে গিয়েছে। সূর্যকান্তের ফেসবুক পেজের নতুন ইউআরএল করা হয়েছে https://www.facebook.com/Surjyaoffcie।
এই ঘটনা সম্পর্কে সিপিএমের পেজে লেখা হয়েছে, সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে বিচলিত না হয়ে ধৈর্য্য ধরতে।
আরও পড়ুন: গুজরাতে আচমকা ভাঙল ব্রিজ, মৃত অন্তত ৪০