এযেন বড় দিনে সান্তাক্লজের বিরাট বড় উপহার। অন্তত প্রাথমিকভাবে তেমনটাই মনে হয়েছিল ঘটনার আকস্মিকতায় বিহ্বল গ্রাহকদের। এটা মোটেও গল্প কথা নয়, একেবারে একশো শতাংশ সত্য়ি ঘটনা। শুধুমাত্র ব্য়াঙ্কের কিছু টেকনিক্য়াল ভুলের কারণেই নাকি এমনটা ঘটেছে বলে জানান হয়েছে ব্যাংকের তরফে। যদিও এতে ভবি ভুলবার নয়। যেসব গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে এই বিশাল পরিমান টাকা, তাঁদের বেশিরভাগই এই টাকা ব্যাংককে ফেরাতে রাজি নন বলেই জানা গিয়েছে।
ঘটনাটি লন্ডনের। সেখানকার এক বেসরকারি ব্যাংক স্য়ানট্য়ান্ডার ঘটিয়েছে এমন অবাক করা ঘটনা। আর সেটাও আবার একেবারে বড়দিনের উৎসবের আবহের মধ্য়ে। জানা গিয়েছে, একটি সংস্থা সেই সংস্থায় কর্মরত কর্মীদের বড়দিনের বিশেষ উপহার হিসেবে পাঠানোর জন্য়ই স্য়ানট্য়ান্ডার ব্য়াঙ্ক কর্তৃপক্ষকে দিয়েছিল ওই মোটা অঙ্কের টাকা। কিন্তু ব্য়াঙ্কের কোনও ত্রুটির কারণে সেই টাকা গিয়ে ঢুকে যায় ওই ব্য়াঙ্কেরই অন্য়ান্য় গ্রাহকদের অ্য়াকাউন্টে। আর সেখানেই মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ে ব্য়াঙ্ক কর্তৃপক্ষের।
জানা গিয়েছে গত ২৫ ডিসেম্বর বড়দিনের এই ঘটনায় লন্ডনের ওই বেসরকারি ব্য়াঙ্ক স্য়ানট্য়ান্ডার এর প্রায় দুই হাজার গ্রাহকের অ্য়াকাউন্টে পৌঁছে গিয়েছে ভারতীয় টাকার হিসাবে প্রায় ৫ কোটি করে টাকা। সব মিলিয়ে পুরো টাকার পরিমান ভারতীয় টাকার হিসাবে ১হাজার ৩০০কোটি টাকা।
এই কেলেঙ্কাররির কথা বুঝতে পারার পর পরই ব্য়াঙ্ক কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে এই টাকা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করে। কিন্তু দেখা যায়, একটা বড় অংশের গ্রাহক নিজেদের অ্য়াকাউন্টে ঢোকা ওই টাকা ব্য়াঙ্ককে ফেরাতে রাজি হচ্ছে না। যদিও এক্ষেত্রে ব্রিটেনের আইন অনুযায়ী ব্য়াঙ্ককে গ্রাহক ওই টাকা ফেরাতে বাধ্য়। অন্য়থায় টাকা না ফেরালে সেই গ্রাহকের দশ বছর পর্যন্ত জেল ও জরিমানা উভয়ই হওয়ার বিধান রয়েছে।