223
বুকে ব্যথা অনুভবের পর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
৭৩ বছর বয়সি ধনখড় শনিবার মধ্যরাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন এবং শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন। কোনও ঝুঁকি না নিয়ে রাত ২টো নাগাদ তাঁকে দ্রুত এইমসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে ভর্তি করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. রাজীব নারাঙ্গের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। ইতিমধ্যেই বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করা হবে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।