এগরায় সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিপুল জয়, খাতা খুলতে ব্যর্থ বিজেপি

এগরার জুমকি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয় । ১২টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী হয়ে সমবায়টির পূর্ণ নিয়ন্ত্রণ দখল করেছে তৃণমূল। বিপরীতে, বিজেপি একটিও আসনে জিততে পারেনি।

কাঁথির সমবায় সমিতির ভোটে তৃণমূলের বড় জয় পাওয়ার পর এবার এগরায় এই ফলাফল শাসকদলের জন্য আরও এক সাফল্য। তৃণমূলের দাবি, এই ফল বিজেপির “চরম সাংগঠনিক দুর্বলতা” প্রমাণ করেছে।

জুমকি, মানিকাদিঘি, বিশ্বনাথপুর এবং সিমুলিয়া গ্রামের উপর ভিত্তি করে গড়ে ওঠা জুমকি সমবায় সমিতির মোট ভোটারের সংখ্যা ৫৮০। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে ৫২৬ জন ভোট দেন। সমস্ত আসনেই তৃণমূলের জয় নিশ্চিত হওয়ায় সমবায়ের বোর্ডটি এখন তাদের নিয়ন্ত্রণে।

তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধান কটাক্ষ করে বলেন, “বিজেপির সঙ্গে সাধারণ মানুষের কোনও যোগাযোগ নেই, সেটাই আজকের ফলে প্রমাণিত।”

অন্যদিকে, বিজেপির এগরা ১ ব্লকের বিরোধী নেতা তাপস দে জানান, “এই ফলাফল স্থানীয় স্তরে কিছু সমস্যার ইঙ্গিত দেয়। সেগুলো আমরা খতিয়ে দেখব।”

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে