আবারও বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে যান চলাচল। আগামী রবিবার, ১৪ ডিসেম্বর, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট ৮ ঘণ্টা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্যই এই সিদ্ধান্ত।
গত অগস্ট থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই বিদ্যাসাগর সেতুতে যান চলাচলে নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ, সপ্তাহের বাকি দিন—সোম থেকে শুক্রবার—এই সেতুতে যানবাহনের চাপ অত্যন্ত বেশি। প্রতিদিন অন্তত এক লক্ষ গাড়ি চলাচল করে এই সেতুর উপর দিয়ে। তাই সেতুর জটিল সংস্কার ও মেরামতির কাজ সপ্তাহান্তেই করা হচ্ছে যাতে যানজট বা পরিষেবা বিঘ্ন কম হয়।
কখনও শুধু রবিবার দিনের একাংশ, আবার কখনও শনি-রবিবার মিলিয়ে ১৬–১৭ ঘণ্টাও বন্ধ রাখতে হয় সেতু। সেই অনুযায়ী কলকাতা ও হাওড়া পুলিশ বিকল্প রুটের ব্যবস্থাও করে থাকে। তবে এ সপ্তাহে রবিবার ৮ ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
কেন এত দীর্ঘ মেরামতির কাজ?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৯৯২ সালে সেতু উদ্বোধনের পর নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চললেও সেতুর ঝুলন্ত কেব্ল কখনও বদলানো হয়নি। এবার সেই প্রধান কাজ শুরু হয়েছে। বিদ্যাসাগর সেতুকে ধরে রেখেছে মোট ১৫২টি কেব্ল, যার মধ্যে প্রথম পর্যায়ে ১৯টি কেব্ল বদলানোর পরিকল্পনা হয়েছে।
প্রতিটি কেব্ল বদলাতে প্রায় এক মাস সময় লাগে। ঠিক করা হয়েছে, বর্তমান পর্যায়ের কাজ ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে শেষ করা হবে। তবে প্রয়োজনে সময়সীমা বাড়ানোও হতে পারে।
কেব্ল বদলানোর এই গুরুত্বপূর্ণ প্রকল্প চলাকালীন নাগরিকদের অসুবিধা এড়াতে পুলিশ আগাম সতর্কতা ও বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।