আজ কলকাতায় বিজয় দিবস উদযাপন

কলকাতা: ১৬ ডিসেম্বর দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিশাল অবদান চিরস্মরণীয় হয়ে আছে। ওই দিনই পাকিস্তানের ৯৩,০০০ সেনা পূর্বাঞ্চলীয় কমান্ডে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। এই ঘটনা পাকিস্তানের পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতার সূচনা চিহ্নিত করে।

প্রতিবছরের মতো এবারও কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবে। কারণ ১৯৭১ সালে পাকিস্তান সেনার আত্মসমর্পণ পূর্বাঞ্চলীয় সেনার নেতৃত্বে হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতার পাশাপাশি নয়াদিল্লিতেও বিজয় দিবসের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন সামরিক কুচকাওয়াজ, প্রদর্শনী এবং স্মরণ অনুষ্ঠান হয়। দিল্লির অনুষ্ঠানটি জাতীয় স্তরের উদযাপন হিসেবে গুরুত্বপূর্ণ।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে ভারত মানবিক কারণে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতের সামরিক, কূটনৈতিক এবং কৌশলগত ভূমিকার ফলে পাকিস্তান সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যা একটি ঐতিহাসিক বিজয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক