ওড়িশার বাঘিনি জিনত ধরা পড়ার পর ঝাড়খণ্ড থেকে আরও একটি বাঘ বাংলার জঙ্গলমহলে ঢুকে পড়েছে। বন দফতরের ধারণা, জিনতের খোঁজেই বাঘটি এসেছে। মাঝে একবার ঝাড়খণ্ডে ফিরে গেলেও, ফের গত চার দিন ধরে বাঁকুড়ার জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে সেই ‘প্রেমিক’ বাঘ।
রাজ্যের মুখ্য বনপাল (কেন্দ্রীয় চক্র) এস কুলানডাইভেল জানান, বাঘটি পুরুলিয়া ও ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। কোনও নির্দিষ্ট জায়গায় না থাকায় এখনই ধরা সম্ভব নয়, তবে তার উপর কড়া নজরদারি রাখা হয়েছে। সুযোগ পেলেই খাঁচাবন্দি করার পরিকল্পনা রয়েছে।
বন দফতর সূত্রে খবর, কখনও বাগডুবি গ্রামের জঙ্গলে, কখনও বারো মাইলের জঙ্গলে দেখা মিলেছে বাঘটির। তার পায়ের ছাপও পাওয়া গিয়েছে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক চরমে। জঙ্গলে কাজ করার সময় হঠাৎ সামনে বাঘ দেখে ভয় পেয়েছিলেন আদরি নামে এক গ্রামবাসী। তিনি বলেন, “সন্ধ্যার দিকে গর্জন শুনে জঙ্গলের দিকে তাকাতেই দেখি বাঘ দাঁড়িয়ে আছে। কোনোমতে গ্রামে পালিয়ে আসি। এরপর থেকে আর জঙ্গলের দিকে পা বাড়াতে সাহস পাচ্ছি না।”
পুরো মহাদেবসিনান গ্রাম এখন আতঙ্কে কাঁপছে। গ্রামের এক যুবক বলেন, “হাতি বা অন্য প্রাণী মাঝেমধ্যে আসে, তাই সেগুলোতে তেমন ভয় পাই না। কিন্তু এই প্রথম এত কাছে বাঘ এসেছে। বন দফতরের কর্মীরা এলেও বাঘ না ধরা পড়া পর্যন্ত ভয় কাটবে না।”
এদিকে, বাঘের আতঙ্কে কাজ হারাতে বসেছেন জঙ্গলমহলের বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, এমনিতেই দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। কৃষিজমিও কম থাকায় অনেকেই রোজগারের জন্য জঙ্গলের উপর নির্ভর করেন। কিন্তু গত চার দিন ধরে কেউ জঙ্গলে যেতে সাহস পাচ্ছেন না। ফলে বিপাকে পড়েছেন বহু পরিবার।