প্যারিস: এ বারের অলিম্পিকে ভারতের চতুর্থ পদক জয় সুনিশ্চিত। প্যারিসে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইলের সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছে গেলেন বিনেশ ফোগত।
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজম্যানের বিরুদ্ধে ম্যাটে নেমেছিলেন বিনেশ ফোগত। লক্ষ্য ছিল প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে পদক সুনিশ্চিত করা। সেই লক্ষ্যে সফল হলেন তিনি। ৫-০ সেমিফাইনাল ম্যাচ জিতে পৌঁছে গেলেন ফাইনালে।
একই সঙ্গে মেয়েদের কুস্তিতে বিনেশ লিখলেন নয়া ইতিহাস। ভারতের প্রথম মেয়ে কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে ফাইনালে উঠলেন তিনি। ভারতের প্রথম কুস্তিগির হিসাবে প্যারিসে সোনা জেতার সুযোগ রয়েছে তাঁর। সোনা ছাড়া কিছু ভাবছেন না বিনেশ। ফাইনালে ওঠার পরেই কাঁদতে কাঁদতে মাকে জানিয়েছেন যে, সোনা জিতেই দেশে ফিরবেন তিনি।
বুধবার সোনার লড়াইয়ে নামবেন বিনেশ। প্রতিপক্ষ আমেরিকার সারা অ্যান হিল্ডেব্রান্ট। সারাকে হারিয়ে সোনা জিততে চান বিনেশ।