নয়াদিল্লি: হরিয়ানা নির্বাচনে জুলানা থেকে ভিনেশ ফোগাটকে টিকিট দিল কংগ্রেস। এ বারের অলিম্পিকে পদক নিশ্চিত হয়ে যাওয়ার পরেও বাড়তি ওজনের কারণে হতাশ হতে হয়েছিল তাঁকে। দেশের হৃদয় ভেঙে গিয়েছিল। এরই মধ্যে তাঁর জীবনে একটি নতুন সূচনা হল।
হরিয়ানা নির্বাচনের জন্য প্রথম তালিকায় ৩১ জনের নাম ঘোষণা করেছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা গাড়ি সাম্পলা-কিলোই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং রাজ্য ইউনিটের প্রধান উদয় ভান হোডাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।লাডোয়া থেকে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির বিরুদ্ধে লড়াই করবেন কংগ্রেসের মেওয়া সিং।
কংগ্রেসে যোগ দিয়ে ভিনেশ বলেন, “আমি দেশের জনগণ এবং মিডিয়াকে ধন্যবাদ জানাই, কুস্তিগির হিসাবে আপনারা আমাকে সমর্থন করেছেন। আমি কংগ্রেস পার্টিকে ধন্যবাদ জানাই। কঠিন সময়ে কংগ্রেস আমার পাশে দাঁড়িয়েছিল। যখন আমাদের রাস্তায় টেনে আনা হয়েছিল, তখন বিজেপি ছাড়া সমস্ত দল আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ব্যথা এবং কান্না বুঝতে পেরেছে।”