উত্তপ্ত হাওড়ার শালিমার, পরিস্থিতি সামাল দিতে নামল পুলিশ ও ব়্যাফ

হাওড়ার শালিমারে শনিবার রাতে মোবাইলের দোকান থেকে শুরু হওয়া বিবাদে তীব্র উত্তেজনা ছড়ায়। একাংশের দাবি, শাসক গোষ্ঠী কোন্দলের কারণেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। তবে পুলিশ জানাচ্ছে, মূল বিবাদ মোবাইলের দোকান কেন্দ্রিক। বিবাদের জেরে ইটবৃষ্টি, একাধিক দোকানে ভাঙচুর, এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব়্যাফ এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, প্রথমে সিন্ডিকেট ঝামেলা বলে মনে হলেও, পরবর্তীতে মোবাইলের দোকানের বিবাদের বিষয়টি সামনে আসে। দোকানে ভাঙচুরের অভিযোগ ওঠে, যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ মোতায়েন করা হয়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। উত্তেজনা নিয়ন্ত্রণে লাঠিচার্জও করা হয়।

হাওড়া সিটি পুলিশের অ্যাডিশনাল সিপি সুবির্মল পাল জানান, “মোবাইলের দোকানকে কেন্দ্র করে দু-তিনজনের মধ্যে বচসা বাধে এবং সেই ঝামেলা স্থানীয় বস্তি পর্যন্ত গড়ায়। ইট ছোড়াছুড়ি শুরু হলে আমরা ঘটনাস্থলে গিয়ে এলাকা নিয়ন্ত্রণে আনি।”

এ ঘটনায় জড়িত সন্দেহে রবি ও সুলতান নামে দু’জনকে আটক করা হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন