দেশের ক্রিকেট অধিনায়ক হিসেবে কোনও ফরম্যাটেই আর নেই বিরাট

এক এক করে দেশের সব ধরনের ক্রিকেট ফরম্যাট থেকেই বিদায় নিলেন বিরাট কোহলি। প্রথমে টি-টোয়েন্টি আর পরে ওয়ানডে ক্রিকেট থেকেও নিজের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে ছিলেন বিরাট। এবার টেস্টে ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও বিদায় নিলেন দেশের সফলতম অধিনায়ক বিরাট কোহলি।

আগের দুই বারের মতো করেই এবারও টুইটারে এক পোস্টের মাধ্যমেই ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি।

এদিন বিশদ এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘সাত বছরের কঠোর পরিশ্রম, দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা। আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে ও কোনো কিছুই বাকি না রেখে করেছি। সবকিছুরই শেষ আছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই।’

উল্লেখ্য, গত বছর ১৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দিয়েছিলেন বিরাট কোহলি। এক টুইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের এই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়বেন বলে ঘোষণা দেন বিরাট কোহলি।

টুইটে কোহলি বলেন, ‘আমার চাপের কথা ভেবে দেখলাম, তিন ফরম্যাটে খেলা আবার অধিনায়কত্ব, গত ৪-৫ বছর ধরে আমার জন্য একটু বেশি খাটুনি যাচ্ছে। সব সময়ই আমি দলকে সেরাটা দিয়ে এসেছি, দেওয়ার চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে আমার একটু বিরতি দরকার। তাই বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে আমি আর ভারতকে নেতৃত্ব দেব না। ব্যাটার হিসেবে দলের সঙ্গে থাকব।’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক