জাতীয়তা বিরোধী শক্তির বিরুদ্ধে বিবেকানন্দ ফাউন্ডেশন

সাধনা দাস বসু : আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে কয়েকটি রাজনৈতিক দল ধর্ম ও জাতপাতের রাজনীতি করছে বলে বিবেকানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান অম্লান বিশ্বাস মন্তব্য করেছেন । শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন , জাতপাতের এই রাজনীতির ফলে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিচ্ছে ।

শুধু তাই নয় , রাজনৈতিক ফায়দা লুটতে এই দলগুলো দেশভক্ত ও দেশদ্রোহীর অপব্যাখ্যা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে ।

বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্য রক্ষা করতে বিবেকানন্দ ফাউন্ডেশন ২০২৪ সাল পর্যন্ত দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে প্রচার চালাবে বলে অম্লান বিশ্বাস জানান ।

এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থা ‘মিশন রেড ফোর্ট ’এর ঘোষণা করে । যার উদ্দেশ্য হবে, ভারতবর্ষের সব রাজ্যগুলিতে সাম্প্রদায়িতকতা মুক্ত, সুষ্ঠ শাসনব্যবস্থা গড়ে তুলতে জনগণকে সচেতন করা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবেকানন্দ ফাউন্ডেশনের ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রীতপাল গিল ও উত্তর প্রদেশের মুখপাত্র রাজকুমার সিং ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক