সোমবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। অন্যদিকে, নতুন তালিকায় যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম। ২০২৫ সালের ১ জানুয়ারির ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
তালিকা থেকে বাদ যাওয়া নামের মধ্যে চার লক্ষের বেশি ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত হয়েছে, যাঁদের বেশিরভাগই মৃত। প্রায় তিন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে কারণ তাঁরা অন্য রাজ্যে চলে গেছেন। পাশাপাশি, ৯ হাজার ১৩০ জনের নাম যাঁদের ভোটার তালিকায় দু’জায়গায় নথিভুক্ত ছিল, তা-ও বাদ দেওয়া হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩, মহিলা ভোটার ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৮১১ জন।
বিজেপি সম্প্রতি রাজ্যের ভোটার তালিকা নিয়ে অভিযোগ করেছিল। তাদের দাবি ছিল, প্রায় ১৭ লক্ষ নাম খসড়া তালিকায় দু’বার রয়েছে এবং একই পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন্ন জায়গায় নাম থাকার ঘটনা ৩২ হাজার ৮৮৬টি। বিজেপি আরও দাবি করেছিল, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।
এ বছরের তালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্তি এবং ভুল নাম বাদ দেওয়ার প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ করেছে। বর্তমানে বছরে চারবার ভোটার তালিকায় সংযোজন এবং বিয়োজনের প্রক্রিয়া চালু রয়েছে। পরবর্তী ধাপে এ কাজ এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে পুনরায় হবে।