Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম, কীভাবে পূরণ করবেন দেখে নিন ধাপে ধাপে - NewsOnly24

অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম, কীভাবে পূরণ করবেন দেখে নিন ধাপে ধাপে

অবশেষে ভোটারদের জন্য খুলে গেল অনলাইন এনুমারেশন ফর্মের দরজা। রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম বিলি শুরু করেছিলেন। এবার সেই ফর্ম অনলাইনেও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের ওয়েবসাইট https://voters.eci.gov.in/-এ প্রবেশ করেই এখন ভোটাররা নিজের এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন।

কীভাবে অনলাইনে পূরণ করবেন ফর্ম

ওয়েবসাইটে লগইন বা সাইন-আপ করুন: প্রথমে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে নতুন ব্যবহারকারী হলে সাইন-আপ করুন, না হলে সরাসরি লগইন করুন।
রাজ্য নির্বাচন করুন: লগইন করার পর নিজের রাজ্য (West Bengal) বেছে নিন।
EPIC নম্বর দিয়ে সার্চ করুন: ভোটার আইডি (EPIC) নম্বর দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট ফর্ম চলে আসবে।
মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে: মোবাইল নম্বরের সঙ্গে EPIC কার্ড লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে না।
লিঙ্ক না থাকলে ‘Form 8’ পূরণ করুন: নির্দিষ্ট ৮ নম্বর ফর্ম পূরণ করে EPIC নম্বর ও মোবাইল নম্বর লিঙ্ক করুন।
এরপর ধাপে ধাপে তথ্য দিন: নাম, ঠিকানা, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর (যদি ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকে) দিয়ে ফর্ম সম্পূর্ণ করুন।

বাইরে থাকা ভোটারদের জন্য বড় সুবিধা

যে সমস্ত ভোটার রাজ্যের বাইরে বা বিদেশে কর্মসূত্রে রয়েছেন, তাঁদের জন্যই এই অনলাইন ফর্ম ব্যবস্থা সবচেয়ে কার্যকর। তাঁরা সহজেই অনলাইনে লগইন করে ফর্ম পূরণ করতে পারবেন।
অফলাইনের মতোই অনলাইনে ধাপে ধাপে তথ্য পূরণ করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, “অনলাইনে ফর্ম পূরণের পুরো প্রক্রিয়াটি অফলাইন পদ্ধতির মতোই, তবে আরও সহজ ও দ্রুত।”

 প্রযুক্তিগত সমস্যার পর অবশেষে চালু

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার থেকেই অনলাইনে ফর্ম পাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে প্রথমদিন তা সম্ভব হয়নি। কমিশন জানায়, “সিস্টেম স্থিতিশীল করতে সময় লাগছে। অনলাইন ফর্ম দ্রুতই চালু করা হবে।”

অবশেষে শুক্রবার থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে। ফলে রাজ্যে এখন দুই পথেই— অনলাইন ও অফলাইন— চলছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া।

Related posts

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা