আজ ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের করা একাধিক আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

আজ, মঙ্গলবার শীর্ষ আদালতে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের করা একাধিক আবেদনের শুনানি হতে চলেছে। শীর্ষ আদালত কিছু ‘গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ’ দিতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

গত ১৬ এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ ওয়াকফ আইনের তিনটি বিষয়ে আপাতত স্থগিতাদেশ জারি করার ইঙ্গিত দিয়েছিল— আদালতের ঘোষণার মাধ্যমে ওয়াকফ চিহ্নিত সম্পত্তি তালিকা থেকে বাদ দেওয়া যাবে না; বিতর্কিত সম্পত্তিতে জেলাশাসকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না; ওয়াকফ বোর্ডে পদাধিকার বলে সদস্য থাকলেও, অন্য সদস্যদের মুসলিম সমাজ থেকেই আসতে হবে।

আবেদনকারীরা যুক্তি দিয়েছেন, এই সংশোধনী সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। অন্যদিকে মোদী সরকার এই যুক্তির বিরোধিতা করেছে। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ আজ কী নির্দেশ দেয়, সে দিকে নজর দেশজুড়ে।

এই সংশোধনী আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই ৭২টি মামলা দায়ের হয়েছে। মুসলিম সংগঠন, বিরোধী রাজনৈতিক দল ও নেতারা এই বিষয়ে সুপ্রিম কোর্টে মুখ খুলেছেন। আবার বেশ কয়েকটি বিজেপি-শাসিত রাজ্য এই আইনকে সমর্থন জানিয়ে শুনানিতে অংশ নিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক