হরিদ্বারের ধর্মসংসদে মুসলিম বিরোধী বক্তৃতার জেরে অবশেষে গ্রেফতার করা হল জিতেন্দ্র ত্যাগী ওরফে ওয়াসিম রেজভিকে

হরিদ্বার ধর্ম সংসদে মুসলিম বিরোধী গণহত্যার বক্তৃতা মামলায় জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীকে (ওয়াসিম রিজভি) বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশ।

এখানেই উল্লেখ্য যে, উত্তরাখণ্ড পুলিশ গত বছর ২৩ ডিসেম্বর জিতেন্দ্র ত্যাগী এবং অন্যদের বিরুদ্ধে হরিদ্বার অনুষ্ঠানে তার “ঘৃণাত্মক বক্তৃতার” জন্য একটি মামলা দায়ের করে।

আর সেই মামলার জেরেই শেষ পর্যন্ত বৃহস্পতিবার এই ধর্ম পরিবর্তনকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশ।

এই ঘটনায় উত্তরাখণ্ড পুলিসের তরফে করা একটি টুইটে উল্লেখ করা হয়েছে, “একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে ঘৃণা ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তা বিবেচনা করে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগী এবং অন্যদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন