কলকাতা: গত বুধবার মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিতে জখম হয়েছেন কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী। শুক্রবার এই তথ্য জানিয়ে কনস্টেবলের ছবি ফেসবুকে পোস্ট করে রাজ্য পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাত দখলের রাতে জনরোষের মুখে পড়েছিলেন ওই মহিলা পুলিশকর্মী। কিন্তু, কেন তাঁকে পড়তে হল হামলার মুখে? প্রশ্ন পুলিশের।
সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের করা ওই পোস্টে জানানো হয়েছে, বাগুইআটিতে ‘রাত দখলের’ সেই কর্মসূচিতে অংশ নেওয়া ভিড় থেকে ছোড়া ইটে আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের মহিলা কনস্টেবল শম্পা প্রামাণিক।
পুলিশের দাবি, শম্পা বুধবার রাতে বাগুইআটিতে নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, রাতে যাঁরা রাস্তায় হাঁটছিলেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল শম্পার উপর। জমায়েতের মধ্যে থেকেই বিনা প্ররোচনায় ইট ছোড়া হয়, যা শম্পার মুখে লাগে। রাজ্য পুলিশের প্রশ্ন, নিজের কর্মক্ষেত্রে কেন আক্রান্ত হতে হবে পুলিশকে।
পোস্টের শেষে লেখা হয়েছে, “মূল প্রশ্নটা অন্য। রাতটা কি শম্পারও ছিল না?’’