হাওড়া পুরনিগমের সমস্ত ওয়ার্ডে সাময়িক জল সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাওড়া: কয়েক ঘণ্টার জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকার নোটিশ জারি হল হাওড়া পুরনিগমে। পাইপ লাইনে কাজের কারণে হাওড়া পুরনিগম এলাকার সমস্ত ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। এর ফলে পুর এলাকার মানুষজন ব্যাপক সমস্যার মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ মার্চ দুপুর সাড়ে ১২টা থেকে ৮ মার্চ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত জল সরবরাহ বন্ধ রাখা হবে। হাওড়া কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডেই পানীয় জলের সরবরাহ বন্ধ রাখা হবে। তবে ৮ মার্চ মানে শুক্রবার সকাল থেকে সমস্ত ওয়ার্ডে এই জল সরবরাহ আবার স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত জানুয়ারি মাসেও, পাইপলাইনের কাজের জেরে কয়েক ঘণ্টার জেরে হাওড়া পুরনিগম এলাকার বেশ কিছু ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়। সেই সময়েও বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

তবে শুধু হাওড়া নয়, গরম এলেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় পানীয় জলের সংকট। জলস্তর নেমে গিয়েও সমস্যা তৈরি হয়। কোথাও সরু ধারায় জল পড়ে। কোথাও আবার নোংরা জল পড়ে। সেক্ষেত্রে সমস্যায় পড়েন অনেকেই। পাড়ায় পাড়ায় এই ধরনের সমস্যা দেখা যায়। তবে এবার আবার গরমের মধ্য়েই লোকসভা ভোট। সেই সময় পানীয় জলের সংকট দেখা দিলে সমস্যা বাড়তে পারে। সেকারণেই আগাম ব্যবস্থা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন