কলকাতা: এ বারের কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পাঠের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘পূর্বোদয় পরিকল্পনা’র কথা জানান। কিন্তু বিহারের ঝুলিতে অনেক কিছুই গেলেও বাংলার জন্য নেই তেমন কিছুই। যা নিয়ে লোকসভা ভোটের সময় দেওয়া বিজেপির প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মঙ্গলবার পেশ করা বাজেটে কোনও বরাদ্দও করা হয়নি বাংলার জন্য। কেন্দ্রের এই আচরণকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারও দয়া চায় না। কিন্তু তার সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ কিন্তু গর্জন করবে, ছেড়ে কথা বলবে না।’’
এ দিন বিধানসভায় নিজের দফতরে বসে মুখ্যমন্ত্রী বলেন, “এই বাজেট দিশাহীন, জনবিরোধী, দূরদর্শিতাহীন। শুধুমাত্র রাজনৈতিক লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। আমি কোনও আলো দেখতে পাচ্ছি না। অন্ধকার, অন্ধকার শুধু অন্ধকার।”
একই সঙ্গে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গকে হিংসা করে কেন্দ্র। তাই আমাদের বার বার বঞ্চিত করে।”