দুই মেদিনীপুর সফর, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি এই সব প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

কলকাতা: দুই মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মেদিনীপুর রওনা দিচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখযোগ্য ভাবে, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। জেলা সফরে থাকায় ওই দিন কলকাতাতেই থাকছেন না মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রের খবর, আগামী ১৩ তারিখ খড়গপুর শিল্পতালুকে ওই বৈঠক হবে। হাজির থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। ওইসময় টানা তিনদিনের সফরে মেদিনীপুরে থাকবেন তিনি। দুই মেদিনীপুরে জব ফেয়ার, প্রশাসনিক সভা থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

গত বৃহস্পতিবার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে দলীয় সভাতেই মেদিনীপুর সফরের ইঙ্গিত দিয়েছিলেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা। পূর্ব মেদিনীপুরের জেলাপরিষদের সভাধিপতি দেবব্রত দাসের মৃত্যু হয়েছে। তাঁর জায়গায় অস্থায়ী ভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ-সভাধিপতি শেখ সুফিয়ান। তৃণমূল সুপ্রিমোর সামনেই নতুন জেলা পরিষদের সভাধিপতি নিবার্চন করা হতে পারে। এর জন্য পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে নিমতৌড়ি যাবেন মমতা। জেলাশাসকের দফতরের সভাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠক থেকে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধন করতে পারেন। নানা প্রশাসিনক জটিলতা কাটিয়ে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় তাজপুর,শংকরপুর, দিঘা জুড়ে সমুদ্রকূল ধরে এই মেরিন ড্রাইভ তৈরির কাজ পূর্ত দফতর অনেক দিন আগেই শেষ করে ফেলেছে। তবে উদ্বোধনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

তবে ওই প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পগুলির মধ্যে রয়েছে, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, ময়নায় নব নির্মিত সেতু, দিঘা-মন্দারমণি বাইপাস। এ ছাড়া মাতঙ্গিনী হাজরার জরাজীর্ণ বাড়িটি সংস্কার করা হয়েছে। সেটিরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে ‘জব ফেয়ার’। আয়োজন করেছে রাজ্য সরকারের কারিগরি সহায়ক শিক্ষা দফতর। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাকে নিয়ে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই জব ফেয়ারের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই তাঁর মেদিনীপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা।

আরও পড়ুন: ফের বড়ো সাফল্য! দেশের মধ্যে দক্ষতার তালিকায় সেরা বাংলার পড়ুয়ারা

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?