পশ্চিমবঙ্গের ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকেই কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে ভোটারেরা যাচাই করতে পারছেন তালিকায় তাঁদের নাম রয়েছে কি না। সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে খসড়া তালিকা প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।
কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় রয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম। মৃত, নিখোঁজ, অন্যত্র স্থানান্তরিত, ভুয়ো ভোটার এবং যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি—এই শ্রেণিগুলিকে বাদ দিয়ে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
সিইও জানিয়েছেন, যাঁদের নাম ভুল করে বাদ পড়েছে, তাঁরা প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এবং পরে প্রয়োজনে সিইও দফতরে অভিযোগ জানাতে পারবেন। শুনানিতে প্রথম বার উপস্থিত হতে না পারলে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে। বুধবার থেকেই শুনানির নোটিস দেওয়া শুরু হবে।
কমিশন ভোটারদের তিনটি ভাগে ভাগ করেছে—নিজস্ব ম্যাপিং, প্রোজেনি ম্যাপিং এবং নন-ম্যাপিং। নন-ম্যাপিং তালিকাভুক্ত প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। পাশাপাশি দেড় কোটির বেশি ভোটারের তথ্য সন্দেহজনক হওয়ায় বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন।
নির্বাচন কমিশনের আশ্বাস, যোগ্য কোনও ভোটারের নাম বাদ যাবে না এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।