Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য - NewsOnly24

এ বার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

কলকাতা: নিজের এক্তিয়ার বহির্ভূত ভাবে এই কাজ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই অভিযোগে সরব রাজ্যের শাসক শিবির। এ বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। তবে, সেই মামলায় যে রায় দেওয়া হয়েছিল তা অনেকাংশেই রাজ্যপালের পক্ষে গিয়েছিল। এর পরই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।

রাজ্যপাল তথা পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক’দিন আগেই তিনি অভিযোগ করেন, রাজ্যের সরকার পোষিত বিশ্ববিদ্যালগুলির আচার্য হিসেবে রাজ্যপাল ‘স্বৈরাচারী’ আচরণ করছেন। সেই কারণে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

সোমবার ব্রাত্য বসু বলেন, ‘এ রাজ্যে উচ্চশিক্ষায় রাজভবন থেকে নজিরবিহীন ভাবে হস্তক্ষেপ চলছে। রাজ্যপাল কী এভাবে হস্তক্ষেপ করতে পারেন? তা জানাতেই আমরা শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছি।’

সেই মতোই রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন গৃহীত হয়েছে। এ নিয়ে দেশের শীর্ষ আদালত কী বলে সে দিকেই আগামী দিনে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি