ঠাকুরণগরে মতুয়া মেলা উপলক্ষে সরগরম বঙ্গ রাজনীতি। সূত্রের খবর, দু’বছর পর মঙ্গলবার থেকে ফের বসছে ঠাকুরনগরের মতুয়া মেলা। ওইদিন ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এই মেলা উপলক্ষে রাজ্য সরকার আগামী ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করল। মূলত মতুয়া ভোট কাদের সঙ্গে থাকবে এই নিয়েই কাজিয়া তুঙ্গে। করোনায় জেরে গত দুই বছর বন্ধ ছিল মতুয়া উৎসব। এবার করোনায় তেজ কমতেই অনুমতি দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এরপরই রেলের তরফে স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছিল। এবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।
জানা যাচ্ছে ২৯ মার্চ পুন্যস্নান দিয়ে মতুয়া মেলার সূচনা হবে। তার আগে শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি বিবৃতিতে জানানো হয়েছে, এবারের মেলায় ভার্চুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মতুয়া ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন। অপরদিকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আগেই ১০ এপ্রিল ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু এবার ৩০ মার্চ জন্মতিথি পড়ায় ছুটি সেদিনই ছুটি ঘোষণা করা হল নবান্ন থেকে।
রেলের তরফে আগেই জানানো হয়েছিল, মতুয়া মেলা উপলক্ষে আলিপুরদুয়ার ও অসমের লামডিং থেকে দুটি স্পেশাল ট্রেন চালানো হবে বনগাঁ পর্যন্ত। এছাড়া একটি ট্রেন চলাচল করবে কাঠগোদাম পর্যন্ত। এছাড়া মেলার কয়েকদিন বেশ কয়েকটি বাড়তি লোকাল ট্রেন চলবে বনগাঁ শাখায়। সবমিলিয়ে মোট ১৫ জোড়া ট্রেন চালাবে রেল। তাৎপর্যপূর্ণভাবে এবার সমস্ত বিবাদ ভুলে মতুয়া মেলার আয়োজন করেছে সব পক্ষ। শান্তনু ও সুব্রত ঠাকুরের সঙ্গে হাত মিলিয়ে মেলার আয়োজনে সামিল হয়েছেন প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরও।