কলকাতা: কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজোর জন্যে পর পর বেশ কয়েকটি ছুটি মিলবে। তবে কালীপুজোয় ব্যাঙ্ক ছুটি ৩১ অক্টোবর না কি ১ নভেম্বর, তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে।
কালীপুজোর জন্য পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক আগামী ৩১ অক্টোবর বন্ধ থাকবে। ফলে ওই দিন ব্যাঙ্কে গিয়ে গ্রাহকরা ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করতে পারবেন না। তবে এর আগে, ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যথারীতি কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের স্বাভাবিক কার্যক্রম চলবে।
ব্যাঙ্কের ছুটির সূচি অনুযায়ী, কালীপুজোর পর ১ নভেম্বর এবং ২ নভেম্বরেও ব্যাঙ্ক খোলা থাকবে। তবে ৩ নভেম্বর ভাইফোঁটা হলেও ওই দিন রবিবারের ছুটি থাকবে। এর পর, ৪ নভেম্বর ভাইফোঁটার জন্য রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এই ছুটির দিনগুলির কথা মাথায় রেখে গ্রাহকদের নিজেদের প্রয়োজনীয় ব্যাঙ্কিং কার্যক্রম আগে থেকেই সেরে ফেলা ভালো।