প্রথম পাতা খবর পঞ্চায়েত ভোটের আগে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা রাজ্যপালের

পঞ্চায়েত ভোটের আগে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা রাজ্যপালের

360 views
A+A-
Reset

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সার্কিট হাউসে পাহাড়ের একাধিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকেই পঞ্চায়েত ভোটের আগে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা দিলেন রাজ্যপাল।

কোচবিহারের একের পর এক ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি। রাজ্যপাল বলেন, “আমার উদ্দেশ্য হল রাজ্যের পরিস্থিতি অবিলম্বে বদলাতে হবে। আমরা এটা আর সহ্য করতে পারি না এবং আমরা এটা আর সহ্য করবও না।”

নির্বাচনকে কেন্দ্র করে একাধিক জেলায় এই রকমের অশান্ত পরিবেশ কোনো ভাবেই সহ্য করা যায় না বলে জানান রাজ্যপাল। তবে এই ধরনের অশান্ত পরিবেশ বদল করতে ঠিক কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

শিলিগুড়ির সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে পাহাড়ের একাধিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে তৃণমূল ও তার সহযোগী দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিরোধীরা। একইসঙ্গে ভোটের ফলপ্রকাশের ৬ সপ্তাহ পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবিও জানিয়েছেন তাঁরা। রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিলেন পাহাড়ে তৃণমূল বিরোধী মহাজোটের নেতারা। যদিও এই সাক্ষাৎকে কটাক্ষ করছে তৃণমূল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.