Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%; প্রথম স্থানে পুরুলিয়ার প্রীতম ও আদিত্য, দু’জনেই রামকৃষ্ণ মিশনের ছাত্র - NewsOnly24

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%; প্রথম স্থানে পুরুলিয়ার প্রীতম ও আদিত্য, দু’জনেই রামকৃষ্ণ মিশনের ছাত্র

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করল চলতি বছরের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। এবারের পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। এই সাফল্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকেই ইঙ্গিত করছে।

জেলাভিত্তিক ফলাফলে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে পাশের হার ৯৬.৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে নদিয়া ও তৃতীয় স্থানে হাওড়া। রাজ্যের রাজধানী কলকাতা পাশের হারে ১২তম স্থানে রয়েছে, যা শিক্ষামহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এবারের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী, তাঁদের মধ্যে ৬৮ জন বিজ্ঞান বিভাগের এবং মাত্র একজন বাণিজ্য বিভাগের। তিনজন ছাত্রীও প্রথম দশে জায়গা করে নিয়েছেন।

সবচেয়ে চোখে পড়ার মতো তথ্য, মেধাতালিকার প্রথম দশে থাকা ৫৫ জনই রামকৃষ্ণ মিশনের ছাত্র। এর মধ্যে ৩১ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং ২৪ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের

প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা, দু’জনেই পেয়েছেন ৯৮.৯৭ শতাংশ নম্বর। তাঁদের এই সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-অভিভাবকরা।

শিক্ষা দফতরের মতে, এই ফলাফল রাজ্যের শিক্ষার মান বৃদ্ধির এক ইতিবাচক ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন, রামকৃষ্ণ মিশনের নিয়মশৃঙ্খল ও মূল্যবোধনির্ভর শিক্ষা-পরিবেশই তাঁদের বারবার সাফল্যের শীর্ষে নিয়ে যাচ্ছে।

এই পর্বে প্রথম দশের সম্ভাব্য মেধাতালিকায় রয়েছে ৬৯ জন। রইল পূর্ণাঙ্গ তালিকা—

১) প্রথম— ৯৮.৯৭ শতাংশ

*প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

২) দ্বিতীয়— ৯৮.৯৫ শতাংশ

*অতনু বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

*সৃজন পরিছা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

* সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

* ত্রিদেব চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

* তপোব্রত দাস, সুরি পাবলিক অ্যান্ড চন্দ্রগাতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, বীরভূম।

* অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

* অর্ঘিন্ন সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

* ঐতিহ্য পাচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

* অদ্রিত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

* প্রত্যুষ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৩) তৃতীয়— ৯৮.৯২ শতাংশ

*সোহম ভৌমিক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৪) চতুর্থ— ৯৮.৪২ শতাংশ

* দিপান্বিতা পাল, দৌলতপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর।

* মনীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর।

*আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

*জয় হিরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

* দিবপ্রিয়া মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

* সাগ্নিক ঘটক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

* ঋতব্রত ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

* তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

* শুভদীপ অধিকারী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

* জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

৫) পঞ্চম— ৯৮.৩৮ শতাংশ

*রেহান রিজভি শেখ। আবদুল মোতালিব হাই মাদ্রাসা।

* সৌম্যদীপ মিশ্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৬) ষষ্ঠ—৯৭.৮৯ শতাংশ

সূর্য বর্মন, মাথাভাঙ্গা হাই স্কুল, কোচবিহার।

আবির ভট্টাচার্য, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সোহনদীপ খাটুয়া, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অভ্রনীল চক্রবর্তী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

স্বতন্ত্র জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

আয়ুষ ঘোষাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

রৌনক দে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৈকত সর্দার, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

তুহিন আখতার, মডেল স্কুল, মুর্শিদাবাদ।

সৌমদীপ ধারা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

ময়ূখ পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অনুপ ভাট, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

৭) সপ্তম— ৯৭.৮৪ শতাংশ

সৌহার্দ্য দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৃজন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৌরাশিস দে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অনীশ গাঁতাইত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

Related posts

এসআইআরে বৈধ ভোটারদের নাম না বাদ যায় — রাজ্যজুড়ে ৬২০০ হেল্পডেস্ক গড়ছে তৃণমূল, ভারচুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

এনআরসি-এসআইআর আতঙ্কে আত্মহত্যা? বারাকপুরে গায়ে আগুন দিয়ে প্রাণ দিলেন বাংলাদেশ থেকে বিবাহসূত্রে আসা গৃহবধূ, আটক স্বামী ও শ্বশুরবাড়ির ৩ সদস্য

ওয়েবসাইট ক্র্যাশের পর নয়া পোর্টাল চালু করল নির্বাচন কমিশন, এবার অনলাইনে দেখা যাবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট