কী কী কাজ করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা, হাইকোর্টের নির্দেশের পর কড়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের দিয়ে আরও কোনো প্রশাসনিক কাজ নয়। হাইকোর্টের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের কাজ কী, তা নির্দেশিকা জারি করে বেঁধে দিল রাজ্য পুলিশের ডিরেক্টরেট।

জেলায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানোর সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। শিক্ষক হিসেবে সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা নিয়ে তাতে যেমন প্রশ্ন ওঠে, তেমনই অতীতে তাদের ঘিরে তৈরি হওয়া বিতর্কও জেগে ওঠে। সেই আবহেই রাজ্য পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে সার্কুলার জারি করা হল, যাতে পরিষ্কার বলা হয়েছে যে, আইনশৃঙ্খলাজনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না।

কিছু দিন আগেই, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ মেনেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা।

নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র পুলিশকে সহযোগিতা করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। এছাড়া ট্র্যাফিক সামলানোর দায়িত্ব পালন করবে তাঁরা। বেআইনি পার্কিং আটকাতে পুলিশকে সহযোগিতা করবে। সাধারণ মানুষের নিরাপত্তার কাজে পুলিশকে সাহায্য করবেন। কিন্তু কোনো আইন প্রয়োগ করতে পারবেন না তাঁরা। শুক্রবার ভবানী ভবন অর্থাৎ রাজ্য পুলিশের ডিরেক্টরেটের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে