রাজ্যের স্কুলে গরমের ছুটি কমল আরও একবার। ১১ দিনের পরিবর্তে আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি থাকবে মাত্র ৬ দিন—এমনই নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নতুন ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত মোট ছয় দিন স্কুলে গরমের ছুটি পালিত হবে।
দুর্গাপুজো, কালীপুজো ও ভাইফোঁটার ছুটি নিয়ে যদিও বড়সড় পরিবর্তন হয়নি। বরং এই সময় স্কুলে স্কুলে টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করেছে পর্ষদ। সবচেয়ে দীর্ঘ ছুটির সময়সীমা এ বারও থাকবে উৎসব মরশুমেই।
উল্লেখ্য, এপ্রিল-মে মাসে সাধারণত স্কুলে গরমের ছুটি পড়ে। কিন্তু ২০২৪ সালে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিকের বাইরে চলে যায়। গত শিক্ষাবর্ষে ৩০ এপ্রিল থেকেই রাজ্যের সমস্ত স্কুল–কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সরকার। তাপপ্রবাহের জেরে একাধিকবার ছুটি বাড়াতে হয়েছিল প্রশাসনকে।
এই অভিজ্ঞতার পরও আগামী বছর ছুটি কমানো নিয়ে নানা প্রশ্ন উঠলেও পর্ষদের যুক্তি—শিক্ষাবর্ষের সময়সূচিকে আরও সুশৃঙ্খল করা ও শিক্ষাদানের সময় বাড়াতেই এই সিদ্ধান্ত।
নির্দেশিকা জারির পর থেকেই শিক্ষক মহল, অভিভাবক ও স্কুল প্রশাসনের মধ্যে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গরমের তীব্রতা ও আবহাওয়ার অনিশ্চয়তার কথা মাথায় রেখে এত কম সময়ের ছুটি যথেষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
সূত্র: নিউজ ১৮ বাংলা