রাজ্যের মুকুটে নয়া পালক। এ বার জাতীয় স্তরের পুরস্কার পেল পশ্চিমবঙ্গের দুই সরকারি হাসপাতাল। পুরস্কার পেল উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালের লেবার রুম। প্রসূতি বিভাগের গুণমানের ভিত্তিতে ‘লক্ষ্য’ প্রকল্পে মিলল এই স্বীকৃতি। ইতিমধ্যেই এই দুই হাসপাতালকে কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে সার্টিফিকেট।
জানা গিয়েছে, প্রসূতি বিভাগের গুণমান যাচাইয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল। তাতেই ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে গুণমানের মানদণ্ড উত্তীর্ণ করেছে এই দুই হাসপাতাল। আর সেই বিচারে প্রায় সকলকে পিছনে ফেলে বসিরহাট জেলা এবং বারুইপুর মহকুমা হাসপাতাল প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।
উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও রাজ্যের একাধিক প্রকল্প পেয়েছে কেন্দ্রের স্বীকৃতি। ‘দুয়ারে সরকার’ প্রকল্প স্বীকৃতি পেয়েছে কেন্দ্রে। জিতে নিয়েছে প্লাটিনাম অ্যাওয়ার্ড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই পুরস্কার তুলে দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে।
দুয়ারে সরকারের পর এবার হাসপাতালে প্রসূতি বিভাগের গুণমানের জন্য পুরস্কৃত হচ্ছে বাংলা। আর এতেই উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গ সরকার।