টেটে ভুয়ো পরীক্ষার্থী রুখতে পদক্ষেপ, পরীক্ষাকেন্দ্রে বায়োমেট্রিক ব্যবস্থার ভাবনা পর্ষদের

কলকাতা: ১১ ডিসেম্বর রাজ্যে প্রাথমিকের টেট। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতামান নির্ধারণের এই পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী ধরতে বায়োমেট্রিক ব্যবস্থা করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

জানা গিয়েছে, বায়োমেট্রিকের মাধ্যমে পরীক্ষার্থীদের আঙুলের ছাপ, চোখের স্ক্যান ও মুখের ছবি নেওয়া হবে। এই প্রক্রিয়া কার্যকর হলে প্রথম কোনো বড়ো পরীক্ষায় অভিনব উদ্যোগ গ্রহণ করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যেই এই ধরনের কাজে অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাগুলির থেকে আগ্রহপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

শুধু বায়োমেট্রিকের মাধ্যমে প্রার্থীদের পরিচয় যাচাই নয়। গোটা পরীক্ষাটি যাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হয় তা নিশ্চিত করতে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে নিশ্ছিদ্র করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই বায়োমেট্রিকের পাশাপাশি প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা ও হ্যান্ড মেটাল ডিটেক্টর।

উল্লেখ্য, ২০১৭ সালের পর রাজ্যে আর টেট পরীক্ষা হয়নি। নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই টেট নিয়ে জলঘোলা চলছে। তবে নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল দায়িত্ব নিয়েই জানান, রাজ্য সরকার ঘোষিত ১১ হাজার শূন্যপদের জন্য ১১ ডিসেম্বর টেট পরীক্ষা গ্রহণ করা হবে। তিনি আরও ঘোষণা করেন, এবার থেকে বছরে দু’বার টেট হবে।

আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতা! সুদের টাকা না দেওয়ায় সরকারি কর্মীকে বেঁধে রাখা হল রেললাইনে, কাটা গেল পা

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন