প্রাথমিক টেট ও এসএসসি পরীক্ষার ধাঁচে এবার উচ্চ মাধ্যমিকেও প্রকাশ পাবে ওএমআর শিট। প্রথম সেমেস্টারের ওএমআর শিট ফল অনলাইনে প্রকাশের ৭২ ঘণ্টা পর থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ওএমআর শিট প্রকাশের সিদ্ধান্ত নিতে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রযুক্তিগত সমস্যাগুলি কাটিয়ে উঠেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। পরীক্ষার্থীরা যাতে নিজেরাই দেখে নিতে পারে তারা কী উত্তর দিয়েছে, তাই সমস্ত পরীক্ষার ওএমআর শিট আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি।”
সংসদের নির্দেশ অনুযায়ী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে প্রতিষ্ঠানের লগইন আইডি থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওএমআর শিট ডাউনলোড করতে পারবেন। এরপর সফট কপি আকারে বা প্রিন্ট আউট করে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করতে হবে। রাজ্যের প্রায় ৭,০০০ স্কুলে পিডিএফ ফরম্যাটে পাঠানো হবে ওএমআর ডেটা।
এছাড়া সংসদ সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে ৬টি পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করা হবে। এর ফলে পরীক্ষার্থীরা তাদের উত্তর মিলিয়ে নিতে পারবেন, যা পরীক্ষার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তুলবে।
শিক্ষামহলের মতে, এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের আস্থার জায়গা আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলবে।