Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'পরিকল্পিত অন্তর্ঘাত', মাধ্যমিকের ইংরাজি প্রশ্নফাঁস বিতর্কে দাবি পর্ষদের - NewsOnly24

‘পরিকল্পিত অন্তর্ঘাত’, মাধ্যমিকের ইংরাজি প্রশ্নফাঁস বিতর্কে দাবি পর্ষদের

কলকাতা: শুক্রবার মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেই অভিযোগকে পরিকল্পিত ‘অন্তর্ঘাত’ বলেই দাবি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

একটি ইংরাজি প্রশ্নপত্রের তিনটি পাতা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে বিজেপি নেতার দাবি, পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। টুইটারে সুকান্ত লেখেন, “আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এ বারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে”।

বেলাশেষে সামগ্রিক বিষয়টি নিয়ে অবশেষে বক্তব্য পাওয়া যায় পর্ষদের। পর্ষদের তরফে প্রশ্নফাঁস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সোশ্যাল মিডিয়ায় দুপুর ১.৪০টা থেকে প্রচারিত তিনটি ছবি আজ মাধ্যমিকের ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের তিনটি পৃষ্ঠা। বিষয়টি আসলে একটি পরিকল্পিত ‘অন্তর্ঘাত’, ‘ফাঁস’ নয়।”

পর্ষদের মতে, যদি সত্যি প্রশ্ন ফাঁস হয়ে যেত, তা হলে শুধু তিনটি নয়, পরীক্ষা শুরুর আগে সব ১৬ পৃষ্ঠাই হতো। একইসঙ্গে ইতিমধ্যেই প্রশাসনকে সংশ্লিষ্ট ‘ষড়যন্ত্র’-এর উৎস খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ বারের মাধ্য়মিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পর্ষদ ও পুলিশের তরফে সুষ্ঠু পরীক্ষা আয়োজনের জন্য সবরকম প্রস্ততি নেওয়া হয়েছে। সমতল থেকে পাহাড়-পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুমও। গতকাল বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা তথা ইংরাজির দিনই তৈরি হল বিতর্ক। তবে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় না দেওয়ার বার্তা দিয়ে পর্ষদের দাবি, “ছবিগুলি যখন প্রচার করা হয় তখন পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলেই পরীক্ষা হলের ভিতরে ছিলেন। তাই পরীক্ষায় এর কোনো প্রভাব পড়েনি।”

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন