যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের জেরে শিক্ষাকার্য ব্যাহত হওয়ায় হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা করা হয়েছিল। বুধবার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। তবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, “বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন ও রাজ্যের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে।” ফলে রাজ্যকে নিজস্ব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি এবং দ্রুত শুনানির আর্জি খারিজ করেন।
গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অশান্তির সূত্রপাত হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়, তিনি আহতও হন। দুই বাম ছাত্র নেতাও জখম হন। এরপরই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সূত্রের খবর, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট বলেন, “বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন আছে। রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতা আছে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে। আমরা এখানে বসে নেই রাজ্যকে সেই ক্ষমতা মনে করানোর জন্য।”
আইনজীবী অর্ক নাগ আদালতে জানান, আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ, উপাচার্যও ক্যাম্পাসে যেতে পারছেন না। প্রধান বিচারপতি বলেন, “এটি একেবারে আইন-শৃঙ্খলার বিষয়, পুলিশ ব্যবস্থা নেবে।” তবে বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা বলে উল্লেখ করেন তিনি। আগামীকাল মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।