সব ভোটকেন্দ্র এক তলায়, ভোটের দায়িত্বে থাকবে না সিভিক, গ্রিন পুলিশ: কমিশন

ডেস্ক: শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর কমিশন। কোভিড বিধি মেনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, ‘২০৯ জন সাধারণ পর্যবেক্ষক, ৫৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।‘


মঙ্গলবারই উত্তরবঙ্গের আট জেলার ডিএম এসপি’দের ননিয়ে বৈঠক করেছে কমিশন। আর তারপরেই বুধবারের এই বৈঠক। বুধবার শিলিগুড়িতে কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠক হল। সেখানে বাংলার বিধানসভা ভোট নিয়ে কী ভাবে ভাবছে কমিশন, তা সাংবাদিকদের জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

আরও পড়ুন: ‘মোদির মত মিথ্যেবাদী কাউকে দেখিনি’, বাঁকুড়ায় মমতা


সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র একতলায় হবে। বাইক র্যালির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ থাকবে না। কারও বিরুদ্ধে অভিযোগ এলেই তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেয় কমিশন। বাংলার ভোটে মোট সাধারণ পর্যবেক্ষকের সংখ্যাও কমিশন এই বৈঠকে জানিয়ে দেয়। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক